৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


নিউজ ডেস্কঃ প্রায় ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এ রেল যোগাযোগ বন্ধ থাকে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় লাইনচ্যুত বগি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয়।

জানা যায়, সকাল ১১টা ৪০ মিনিটে মাইজগাও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হয়। সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেল স্টেশন ক্লার্ক জহর লাল দাস লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post