বীর মুক্তিযোদ্ধা আত্তর আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত


বিশেষ  প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তরের ১৬ তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। গতকাল ১০ সেপ্টেম্বর মংগলবার কুলাউড়া'র কাদিপুরে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, বাদ আসর বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ কাদিপুর  এর আয়োজনে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দোয়া ও তবারাক বিতরণ করা, এসময় হাফেজ মোঃ তরাব আলী দোয়া পরিচালনা করেন।

মরহুমের ঢাকাস্থ বাসভবনে জামিয়া কারিমিয়া আরাবিয়া বাংলাদেশ মাদ্রাসার ছাত্রগন কোরআন খতম করেন। বাদ মাগরিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ ও শিরনী বিতরন করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় এক বছর বার্ধ্যক্যের সাথে যুদ্ধ করে ২০০৩ সালের ১০ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কুলাউড়ার কাদিপুরের হোসেনপুর গ্রামে পারিবারিক কবর স্থানে এই বীরযোদ্ধাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

Post a Comment

Previous Post Next Post