বলির শিকার ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার


অনলাইন ডেস্কঃ পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলীয় হুয়ানশাকো বিচ থেকে মাটি খুঁড়ে ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রাচীন চিমু সভ্যতায় বলি দেয়া এসব শিশুর মরদেহ। 

পেরুতে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এ মরদেহ উদ্ধার করেছেন। যা আজ পর্যন্ত এত সংখ্যক শিশুর বলি দেয়া মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে‌নি।

উদ্ধার হওয়া শিশুদের বয়স চার থেকে ১৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। চিমু সংস্কৃতির প্রথা অনুযায়ী, ঈশ্বরের উদ্দেশে ওই শিশুদের বলি দেয়া হয়েছে। এল নিনোর হাত থেকে বাঁচতে বর্ষাকালে শিশু বলি দেওয়ার এই প্রথা পালন করত সেখানকার মানুষ।
১২০০ থেকে ১৪০০ খ্রিস্টাব্দে চিমু সভ্যতায় শিশুদের বলি দেওয়ার মর্মান্তিক প্রথা চালু ছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে হুয়ানশাকোতের কাছে পম্পা লা ক্রুজ এলাকা থেকে ১৪০ শিশুর কঙ্কাল ও ২শ ভেড়ার কঙ্কাল উদ্ধার করা হয়। এছাড়া গত জুনে উদ্ধার করা হয় আরও ৫৬টি কঙ্কাল।

পেরুর উপকূল থেকে ইকুয়েডর পর্যন্ত বিস্তৃত চিমু সভ্যতা ১৪৭৫ সালে অবলুপ্ত হয়। ইনকা সভ্যতা এই সভ্যতাকে জয় করে নেয়।

Post a Comment

Previous Post Next Post