তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ৪, গুরুতর আহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৩ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রদেশের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ কথা জানিয়েছে।

গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রামবাসীদের নিয়ে একটি গাড়ি করে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তুরস্কের উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।

Post a Comment

Previous Post Next Post