প্রথম দিনেই 'সাহো' বক্স অফিসে ব্যবসা করল ২৪ কোটি


বিনোদন ডেস্কঃ ঘোষণার পর থেকে ক্রমেই বেড়েছিল প্রভাস-শ্রদ্ধা অভিনীত 'সাহো' ছবিকে ঘিরে উত্তেজনার পারদ। ট্রেড অ্যানালিস্টদের অনুমান ছিল এভেঞ্জার্স-এন্ডগেম এবং কবির সিং-কে পিছনে ফেলে দেবে প্রভাসের ছবি। আরও একবার ফিরে আসবে বাহুবলীর বক্স অফিস সাফল্যের ছবি। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহার জানিয়েছিলেন, প্রথম দিনেই হিন্দি ভাষায় 'সাহো' ব্যবসা করতে পারে ১৫ থেকে ২০ কোটি টাকা। 

ট্রেড অ্যানালিস্টদের অনুমান ভুল প্রমাণ করে প্রথম দিনেই সাহো বক্স অফিসে ব্যবসা করল ২৪ কোটি টাকা। মুম্বাই, গুজরাট এবং মারাঠওয়াড়ায় ভালোই ব্যবসা করেছে এই ছবি। প্রথম দিনে ব্যবসার হিসাবে এবছর মুক্তি পাওয়া হিন্দি ছবির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে সাহো। অন্যদিকে হিন্দিতে ডাবিং করা দক্ষিণী ছবি হিসেবে বাহুবলী ২-এর পরেই উঠে এসেছে 'সাহো। তৃতীয় স্থানে নেমে গেছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ২.০। 

সুজিত পরিচালিত এই ছবিতে প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, চাঙ্কি পান্ডে, মহেশ মঞ্জারেকর, অরুণ বিজয় এবং মুরলি শর্মা।

Post a Comment

Previous Post Next Post