৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল


অনলাইন ডেস্কঃ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মিত হতে যাচ্ছে রাজশাহীতে। বিভাগীয় এই শহরের সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের জমিতে ম্যুরালটি নির্মাণ করা হবে।

শনিবার সিঅ্যান্ডবি মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল তৈরি করা হবে, এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

তিনি বলেন, সিটি কর্পোরেশন জেলা পরিষদের জমিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগেও রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির কাজ শুরু হয়েছে। প্রধান প্রকৌশলী জানান, ম্যুরালটির উচ্চতা এখনও নির্ধারণ হয়নি। তবে যে ম্যুরাল নির্মাণ করা হবে সেটা হবে সারা দেশের মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয়।

Post a Comment

Previous Post Next Post