রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (২ আগস্ট) ব্যাংককে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে এ সহায়তা চান তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

থাইল্যান্ডে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এসময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সংকট সমাধানে আসিয়ানের সদস্য দেশগুলোর সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

ড. আব্দুল মোমেন তিন দিনের সফরে বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেন তিনি। শনিবার (৩ আগস্ট) ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post