স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর বনগাঁও এলাকায় একটি পাগলা কুকুর আক্রমন চালিয়ে একই গ্রামের ৬ জনকে গুরুতর আহত করে।
৬ জনের শরীরের বিভিন্ন অংশে কুকুর এলোপাতাড়ি কামড় দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান।
পরে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
আহতরা হলেন, বনগাও গ্রামের আব্দুর রশীদের পুত্র মারওয়ার ইসলাম (৮), মাহবুব মিয়ার পুত্র মেহেদী হাসান (৩), শরীফ মিয়ার স্ত্রী আছিছা বেগম (৪০), হয়েছিল কামাল মিয়ার পুত্র রিয়াদ হাসান (৫), জমেদ মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫), সপ্ত নারায়ন (৬৫)।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর বনগাঁও এলাকায় একটি পাগলা কুকুর আক্রমন চালিয়ে একই গ্রামের ৬ জনকে গুরুতর আহত করে।
৬ জনের শরীরের বিভিন্ন অংশে কুকুর এলোপাতাড়ি কামড় দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান।
পরে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
আহতরা হলেন, বনগাও গ্রামের আব্দুর রশীদের পুত্র মারওয়ার ইসলাম (৮), মাহবুব মিয়ার পুত্র মেহেদী হাসান (৩), শরীফ মিয়ার স্ত্রী আছিছা বেগম (৪০), হয়েছিল কামাল মিয়ার পুত্র রিয়াদ হাসান (৫), জমেদ মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫), সপ্ত নারায়ন (৬৫)।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।