স্টাফ রিপোর্টারঃ "মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানের মধ্য দিয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রম শুরু হয়েছে উপজেলা কুলাউড়ায়।
মঙ্গলবার (৬ আগষ্ট) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদের তত্বাবধানে দুপুরে পোনা মাছ অবমুক্ত করা হয় উপজেলা পরিষদ পুকুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের পুকুরে। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ, মৎস্য অধিদপ্তর সিলেটের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূরুল হক, মৌলভীবাজারের খামার ব্যবস্থাপক মোঃ জহিরুন্নবী, উপ সহকারী পরিচালক মাসুদ প্রমুখ।
উল্লেখ্য হবিগঞ্জ, নবীগঞ্জ, ও কুর্শি সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স থেকে পোনামাছ সরবরাহ করে মোট ২১ টি প্রতিষ্ঠানে ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
