ভূমধ্যসাগরে আটকে পড়া ৩৫৬ শরণার্থী গ্রহণে রাজি ইউরোপের ৬টি দেশ


অনলাইন ডেস্কঃ ভূমধ্যসাগরে আটকে পড়া ৩৫৬ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি দাতব্য জাহাজকে তীরে ভিড়তে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মাল্টা। জাহাজটিতে খাবারের মজুদ ফুরিয়ে যাচ্ছে- সম্প্রতি দাতব্য সংস্থাগুলোর এমন হুঁশিয়ারি উচ্চারণের পর ইউরোপীয় দেশগুলো এই শরণার্থী গ্রহণে রাজি হলো।

এ ব্যাপারে শুক্রবার মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কট জানিয়েছেন, ভূমধ্যসাগরে একটি উদ্ধারকারী জাহাজে থাকা ৩৫৬ অভিবাসীকে গ্রহণে রাজি হয়েছে ৬টি ইউরোপীয় দেশ। চুক্তি অনুযায়ী, ৩৫৬ জনের মধ্যে ফ্রান্স নেবে ১৫০ জনকে।

জোসেফ মাস্কট আরও জানান, দেশটির নৌবাহিনী প্রথমে আন্তর্জাতিক জলসীমা থেকে অভিবাসীদের নিজেদের ভূখণ্ডে নিয়ে আসবে। পরে তাদের ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল ও রোমানিয়াতে পাঠানো হবে। 

Post a Comment

Previous Post Next Post