৮ আগস্ট দেশে ফিরছেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরছেন। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত ১৯ জুলাই সরকারি সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী।

গত ২০ জুলাই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো লন্ডনে আয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন।

সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Post a Comment

Previous Post Next Post