আমাজন রক্ষায় ৪২ কোটি টাকা দেবেন ডিক্যাপ্রিও


অনলাইন ডেস্কঃ দাবানলে জ্বলতে থাকা পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনকে রক্ষায় ৪২ কোটি টাকা (৫০ লাখ ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ এই বনাঞ্চলকে বাঁচাতে বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-সেভেন যে অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, হলিউডের এ তারকার ঘোষিত অর্থ তার এক-চতুর্থাংশ।

পরিবেশবাদী ডিক্যাপ্রিও তার গড়ে তোলা প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে আমাজন রক্ষার তহবিল জোগাবেন। খবর বিবিসি।

জি-সেভেন ব্রাজিলসহ আমাজনকেন্দ্রিক দেশগুলোকে দুই কোটি ডলার দিলেও ডিক্যাপ্রিও তার ৫০ লাখ ডলার কোনো সরকারকে দেবেন না।

আমাজন বনাঞ্চল পুনরুদ্ধারে লিওনার্দোর দেয়া অর্থ পাবে সেখানকার কিছু স্থানীয় সংগঠন ও আদিবাসী গোষ্ঠী, যারা এই বনের মূল রক্ষক বলে মনে করেন তিনি।

কো-অর্ডিনেশন অফ দি ইনডিজিনাস অর্গানাইজেশনস অফ দ্য ব্রাজিলিয়ান আমাজনসহ আরও চারটি সংগঠন পেতে যাচ্ছে এই অর্থ সহায়তা। 

Post a Comment

Previous Post Next Post