আমাজনের আগুন কতটা ভয়াবহ?


অনলাইন ডেস্ক: আগুনে পুড়ে উজার হচ্ছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন। মাইলের পর মাইল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরও ভয়াবহ হয়ে উঠছে গত এক দশকের মধ্যে লাগা সবচেয়ে ভয়াবহ ওই আগুন।

এই আগুনে ব্রাজিলের উত্তরের রাজ্য রোরাইমা, একরে, রনডোনিয়া এবং আমাজনাস ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

ভয়াবহ এই আগুনের যেসব ছবি হ্যাশট্যাগ #PrayforAmazonia হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার সবগুলো ছবি এবারের নয় বলেও জানা যাচ্ছে। এর অনেক ছবি দশকের পুরনো, আবার কোন কোনটি ব্রাজিলেরই নয়।

তাহলে আমাজনে আসলে কী হচ্ছে? আর কতটা ভয়াবহ এর আগুন?
চলতি বছরে আমাজানে রেকর্ড সংখ্যক আগুনের ঘটনা ঘটেছে বলে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার(ইনপে) স্যাটেলােইট ডেটা তুলে ধরেছে। এতে দেখা গেছে, ২০১৮ সালের এই সময়ের তুলনায় ২০১৯ সালে আমাজনে আগুন লাগার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৫ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার বার আগুনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যক আগুনের ঘটনা। ২০১৮ সালের এই সংখ্যা ছিল ৪০ হাজার। 

আমাজনে আগুন লাগছে কেন?
শুকনো মৌসুমে অর্থাৎ আমাজনে আগুন লাগা খুবই স্বাভাবিক ঘটনা। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ অবস্থা বিরাজ করে। প্রাকৃতিকভাবেই আগুনের ঘটনা ঘটে এখানে, যেমন বজ্রপাত। এছাড়া কৃষক এবং রাখালদের বন উজার করার কারণে আগুনের ঘটনা বেশি ঘটছে।

ইনপে জানিয়েছে, সম্প্রতি আগুনের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্রমবর্ধমান বন উজারের ঘটনা সরাসরি জড়িত। বন উজারের পরিসংখ্যান তুলে না ধরলেও ইনপে জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় বন উজারের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ফলে বেড়েছে আগুনের ঘটনা।

স্যাটেলােইট ডেটায় বনের উজার হওয়া স্থানের চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে। সেখানে কেবল চলতি বছরের জুলাইয়ে ১০ হাজারের বেশি স্থান চিহ্নিত করা হয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুলাইয়ে বন উজারের ঘটনা বৃদ্ধি পেয়েছে ২৭৮ শতাংশ।

আমাজনের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন অঞ্চল?
আগুনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চল। গক চার বছরে দেশটির রোরাইমা, একরে এবং আমাজনাস অঞ্চলে আগুন লাগার পরিমান বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি।

রোরাইমায় বৃদ্ধি পেয়েছে ১৪১ শতাংশ, একরেতে ১৩৮ শতাংশ, রনডোনিয়াতে ১১৫ শতাংশ এবং আমাজনাসে ৮১ শতাংশ এবং দক্ষিণে মাতো গ্রোসো ডো সুল রাজ্যে বেড়েছে ১১৪ শতাংশ।

আগুন থেকে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস
আগুন থেকে কুণ্ডলি পাকিয়ে ওঠা ধোঁয়া আমাজনের পুরো এলাকাজুড়ে এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের (ক্যামস্) তথ্য অনুযায়ী, এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে আটলান্টিকের উপকূল পর্যন্ত। এমনকি ২০০০ মাইলেরও (৩,২০০ কিমি) বেশি দূরে সাও পাওলোর আকাশ এই ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে।

এই আগুন থেকে ব্যাপক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, যার পরিমাণ এবছর ২২৮ মেগাটনের সমপরিমাণ দাঁড়িয়েছে। ক্যামস্ বলছে, এই পরিমাণ ২০১০এর পর সবচেয়ে বেশি।

এই ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইডও নির্গত হচ্ছে। কাঠ পোড়ালে সচরাচর এই গ্যাস নির্গত হয়।

ক্যামস্ যে মানচিত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, খুবই চড়া মাত্রায় বিষাক্ত এই গ্যাস কার্বন মনোক্সাইড দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়িয়ে এখন আরও দূরে ছড়িয়ে পড়ছে।

আমাজন অরণ্যাঞ্চলে তিরিশ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। সেখানে বসবাস করেন ১০ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এই বনাঞ্চল বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই বিশাল অরণ্যাঞ্চলের গাছপালা প্রতি বছর কয়েক মিলিয়ান টন কার্বন শুষে নিয়ে বিশ্বের উষ্ণায়ন মোকাবেলা করে।

কিন্তু গাছ যখন কাটা হয়, অথবা পুড়িয়ে ফেলা হয়, তখন যে কার্বন গাছের মধ্যে সঞ্চিত থাকে তা বায়ুমণ্ডলে আবার মিশে যায় এবং উষ্ণমণ্ডলীয় এসব বৃক্ষের কার্বন শুষে নেওয়ার ক্ষমতা হ্রাস পায়।

Post a Comment

Previous Post Next Post