বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন নুরুল ইসলাম দাখিল মাদ্রাসায় মৌলভীবাজার এসোসিয়েশন টরন্টো কানাডার অর্থায়নে ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার সার্বিক তত্তাবধানে কানাডা থেকে প্রকাশিত জালালাবাদ বার্তার সহযোগিতায় ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
৩ আগষ্ট শনিবার দুপুর ১টায় গৌড়করন নুরুল ইসলাম দাখিল মাদ্রাসায় কুলাউড়ার ট্রাষ্টি বোর্ডের কো-চেয়ারম্যান রেজাউর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার ট্রাষ্টিবোর্ডের সদস্য ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সোসাইটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রচার সম্পাদক ছয়ফুল আলম সাইফুল, অর্থ সম্পাদক আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌড়করন নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল সামসুল হক, ব্যবসায়ী জায়েদ আহমহ, ইউপি সদস্য আনফর আলী, মহিলা ইউপি সদস্য হালিমা আক্তারসহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।