ঢাকার নতুন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু


অনলাইন ডেস্ক: বাংলাদেশে নতুন ফরাসি রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন জ্যঁ-ম্যারি শু। সোমবার তিনি ঢাকা আসছেন।

সূত্র জানায়, এতদিন ঢাকায় ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন ম্যারি আনিক বুহ্দাঁ। তিনি মেয়াদ শেষে গত শুক্রবার প্যারিস ফিরে গেছেন।

ঢাকায় নিযুক্ত নতুন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর নিজের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এর আগে ২০১৫-২০১৮ সাল মেয়াদে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় মালদ্বীপেরও দায়িত্বে ছিলেন জ্যঁ-ম্যারি শু। তিনি দিল্লির ফরাসি মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Post a Comment

Previous Post Next Post