২০১৯ বিশ্বকাপ রেকর্ডে ভরপুর


অনলাইন ডেস্ক: ২০১৯ বিশ্বকাপে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে বদলে দিয়েছে রেকর্ডের পাতা। ব্যক্তিগত নৈপুণ্যে যারা আসরটি স্মরণীয় করে রেখেছেন তাদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম। ৮ ম্যাচে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে আসরসেরা খেতাবেরও দাবিদার তিনি।

দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপের রেকর্ডগুলো;
ব্যক্তিগত সর্বোচ্চ
১৬৬ ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ট্রেন্ট ব্রিজ
১৫৩ জেসন রয়, ইংল্যান্ড-বাংলাদেশ, কার্ডিফ
১৫৩ অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, ওভাল

সেরা বোলিং
৬/৩৫ শাহিন আফ্রিদি, পাকিস্তান-বাংলাদেশ, লর্ডস
৫/২৬ মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, লর্ডস
৫/২৯ সাকিব আল হাসান, বাংলাদেশ-আফগানিস্তান, সাউদাম্পটন

দলীয় সর্বোচ্চ
৩৯৭/৬ ইংল্যান্ড-আফগানিস্তান, ওল্ড ট্রাফোর্ড
৩৮৬/৬ ইংল্যান্ড-বাংলাদেশ, কার্ডিফ
৩৮১/৫ অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ট্রেন্ট ব্রিজ

দলীয় সর্বনিম্ন
১০৫ পাকিস্তান-উইন্ডিজ, ট্রেন্ট ব্রিজ
১২৫ আফগানিস্তান-দ. আফ্রিকা, কার্ডিফ
১৩৬ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, কার্ডিফ

রেকর্ড কর্নার
  • ওয়ানডেতে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা। আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যানরা মেরেছেন ২৫টি ছক্কা।
  • ওয়ানডেতে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা এউইন মরগানের।
  • আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক।
  • এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতের রোহিত শর্মার (৫)।
  • এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৭)।
  • প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৫০০ রান ও ১০ উইকেট সাকিব আল হাসানের।
  • বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের পাশে বসেছেন ভারতের বিরাট কোহলি (৫ ইনিংস)।
  • বিশ্বকাপে টানা তিন ম্যাচে ৪ উইকেট নেয়ার রেকর্ডে পাকিস্তানের শহীদ আফ্রিদির পাশে বসেছেন ভারতের মোহাম্মদ শামি।
  • এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার পাশে বসেছেন স্বদেশি পেসার মিচেল স্টার্ক।
  • বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড রশিদ খানের। ইংল্যান্ডের বিপক্ষে আফগান লেগ স্পিনার ৯ ওভারে দিয়েছেন ১১০ রান।

Post a Comment

Previous Post Next Post