তামিমের ক্যাচ মিস নিয়ে মুখ খুললেন মাশরাফি


স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে রোহিত শর্মার ১৮০ রানের রেকর্ড জুটির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩১৪ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারত। ২৮ রানে জয় পায় বিরাট কোহলিরা। ১০৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রোহিত শর্মা।

টাইগারদের হারের কারণ হিসেবে ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই ওই ক্যাচ মিসকেই ম্যাচ মিস বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকমও হতে পারত। যদিও একেবারেই ভিন্নমত দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

তিনি বলেন, ‘রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না। খেলায় তো ক্যাচ মিস হবেই। এটা খেলারই অংশ। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছি আমরা। বড় কোনো পার্টনারশীপ গড়তে পারিনি আমরা।’

Post a Comment

Previous Post Next Post