ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫২


অনলাইন ডেস্ক: ব্রাজিলের কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ভয়াবহ দাঙ্গায় ৫২ বন্দি নিহত হয়েছে।

সোমবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের আলতামিরা কারাগারে সকাল সাতটার দিকে এ দাঙ্গা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। খবর বিবিসি ও সিএনএনের।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় কারাগারের অভ্যন্তরে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পাওয়া গেছে। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে কয়েদিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

ব্রাজিলের আলতামিরা কারাগার ২০০ বন্দি থাকার উপযোগী হলেও সেখানে রাখা হয়েছে ধারণক্ষমতার চেয়ে বেশি ৩১১ জন বন্দিকে।

ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল।

এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনের ৪০ জন দাঙ্গায় নিহত হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post