মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে  তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে চার হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযানে অংশ নেন।

অভিযানে মৌলভীবাজার রোডে অবস্থিত কলি হোটেলকে ৩ হাজার  টাকা, শেরপুর বাজারে অবস্থিত একটি মুরগির দোকানকে ৫’শ টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত জয়গুরু ভ্যারাইটিজ স্টোরকে এক হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটি তিনটিকে জরিমানা করেন।

Post a Comment

Previous Post Next Post