ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট এর মানববন্ধন


বিশেষ প্রতিনিধিঃ 'ধর্ষণ ও নিপীড়ন মুক্ত দেশ চাই' এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে নারী ও শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন এবং নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট এর আয়োজনে একটি  মানববন্ধন অনুষ্ঠিত হয়  আজ সকাল ১১ ঘটিকায়  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।
প্রধান অতিথি ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের সাবেক সিলেটের বিভাগীয় প্রধান তুহিন আলম। সভাপতিত্ব করেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট এর বিভাগীয় সমন্বয়কারী কামাল আলী গাজী।
আরও উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার সিলেট এর জেলার সভাপতি মারুফুজ্জামান অসিন, সাধারণ সম্পাদক, ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক, এইছ এম সালাম, সহ সাংগঠনিক সম্পাদক, মহসিন আহমদ, কার্যকরী সদস্য, মমিনুল হক ফাহিম, সালমা বেগম, মনিরুল ইসলাম ,ইমদাদ আহমদ, নুরুন্নাহার ডেজি, কৌশিক, সালমান আহমদ, জিয়া উদ্দিন, জুনেদ আহমেদ, বুশরা আক্তার, নুরজাহান আক্তার, নুরি আক্তার, ফাহিমা আক্তার, রাইসুল আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post