মঞ্জুর হোসেন চৌধুরী জগলুল কে পিএসপির সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিনিধিঃ প্রবাসী সমাজকল্যান পরিষদ (পি এস পি)এর  উপদেষ্টা পরিষদের সদস্য   মনজুর হোসেন  চৌধুরী জগলুল এর বাংলাদেশ আগমন উপলক্ষে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ (পি.এস.পি) সম্মাননা স্মারক প্রদান করা হয়। ১৩ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকার সময় শহরের  এম সাইফুর রহমান রোডের হক ম্যানসন  এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও  সামাজিক ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উপদেষ্টা  মাহমুদুর রহমান মাহমুদ, আই, এফ,এম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মৌলভীবাজার বাংলাদেশ এর  প্রতিনিধি  ও পিএসপি এর সাধারন সম্পাদক তাজুল চৌধুরী, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম সদস্য  সৈয়দ মসাইদ আলী, পি এস পি এর বাংলাদেশ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি  বেলাল তালুকদার প্রমুখ। এ সময় পিএসপি এর উপদেষ্টা  বাংলাদেশে পিএসপির কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন ও উন্নয়ন মুলক সকল কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post