ছেলেধরা সন্দেহে আটকের পর পরিবার খুঁজে পেলো তাকে


বিশেষ প্রতিনিধিঃ ছেলেধরা সন্দেহে জনতার হাতে আটক হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন তাইজ উদ্দিন(২৫)। তবে এটি তার জন্য শাপে বর হয়েছে। আটকের পর পুলিশের সহযোগিতায় ৪বছর পর পরিবারের সন্ধান পেয়েছেন তিনি।

প্রায় সাড়ে চার বছর আগে টঙ্গীর বিশ্ব এজতেমা হইেত নিখোঁজ হয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের আবুল হোসেনের ছেলে তাইজ উদ্দিন।

জুড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় থানায় খবর আসে, এই থানার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের কাছে স্থানীয় লোকজন ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখেছে। এ খবর পেয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যান।

আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন মানসিক ভারসাম্যহীন একজন লোককে জনতা ঘিরে রেখেছে। তাৎক্ষণিক তিনি ভারসাম্যহীন লোককে উদ্ধার করে নাম ঠিকানা জিজ্ঞাসা করেন।

এরপর পুলিশ তাকে নিজের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। নাম ঠিকানা অনুযায়ী টেপিরবাড়ী ইউপি সদস্যের সাথে যোগাযোগ করেন ওসি। তিনি খোঁজখবর নিয়ে নিখোঁজ ব্যক্তির নাম ঠিকানা সঠিক বলে জানান।

এরপর রোবার তাইজ উদ্দিনের ভাই থানায় এসে ভাইকে নিয়ে যান। দীর্ঘ সাড়ে চার বছর পর ভাইকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

Post a Comment

Previous Post Next Post