‘ইরানের বিপ্লবী গার্ড এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনী’


অনলাইন ডেস্কঃ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে। এমনটিই দাবি করেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। বিপ্লবী গার্ড বাহিনীর স্থল সদস্যদের ইরানের কৌশলগত বাহিনী হিসেবেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার ইরানের মাশহাদে আইআরজিসির কমান্ডার ও স্থল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেনারেল সালামি এসব মন্তব্য করেন।

ইরানের স্থল বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জানিয়ে তিনি বলেন, ইরান এখন স্থলযুদ্ধের ক্ষেত্রে এমন শক্তি অর্জন করেছে যে, শত্রুকে যেকোনো যুদ্ধে পরাজিত করতে সক্ষম।

বিপ্লবী গার্ড বাহিনীর স্থল সদস্যদের ইরানের কৌশলগত বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে।

জেনারেল সালামি বলেন, আমরা স্থলের কোনো যুদ্ধ পরাজিত হব না। শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

একই দিনে সশস্ত্র বাহিনীর আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুশিয়ারি করে বলেছেন, জাবাল আল-তারিক বা জিব্রাল্টার প্রণালিতে অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের ঘটনায় ব্রিটেনকে যথাসময়ে উপযুক্ত জবাব দেয়া হবে।

জেনারেল বাকেরি বলেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া এটি ছেড়ে দেয়া হবে না। সঠিক সময়ে তেহরান উপযুক্ত জবাব দেবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post