স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে পরাজিত করে
সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম
চমকের জন্ম দিয়েছে শ্রীলঙ্কা।
এর আগে লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা।
এর আগে লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা।
টর্নামেন্টে শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে লঙ্কানরা। ফলে অপ্রত্যাশিতভাবেই জয় পেয়েছে করুণারত্নের দল। এ ম্যাচ জয়ের নায়ক অভিজ্ঞ লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা। তার বোলিং নৈপূণ্যেই জয় পেয়েছে লঙ্কানরা।
অল্প পুঁজি নিয়ে বল করতে নেমে লঙ্কানদের প্রথম সাফল্য আসে মালিঙ্গার হাত ধরেই। জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন তিনি। আরেক ওপেনার জেমস ভিন্সে উইকেট তুলে নিয়ে প্রথমেই ইংলিশদের চাপে ফেলার কাজটা ভালোভাবেই সাড়েন মালিঙ্গা।
বিপদজনক হয়ে ওঠা জো রুটকে ৫৭ রানে বিদায় করে দিয়ে দলকে জয়ে পথেই রাখেন অভিজ্ঞ এই লঙ্কান বোলার। এরপর আরেক মারকুটে ব্যাটসম্যান জশ বাটলারে (১০) উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেন মালিঙ্গা। মূলত তার এই বোলিংয়ে জয়ের ভিত্তি পেয়ে যায় শ্রীলঙ্কা।
ইংলিশদের বিপক্ষে ১০ ওভার বল করে এক মেডেনসহ ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন লঙ্কান এ অভিজ্ঞ বোলার।