কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর তাকে আটক করা হয়।

আটককৃত ওই যুবক ফেনী থানার বারেপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া, আব্দুস শহীদ, এএসআই সুষেন দাস এবং উত্তম কৈরীর নেতৃত্বে পুলিশ ওই যুবককে ৮ পিস ইয়াবাসহ ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ইয়াবাসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হচ্ছে।’

Post a Comment

Previous Post Next Post