হিমালয়ের ফার্চামো পর্বত অভিযানে ৪ বাংলাদেশি


অনলাইন ডেস্কঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, পর্বতারোহীদের কাজ খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু এ ঝুঁকিপূর্ণ কাজের মধ্যেও আনন্দ আছে, চ্যালেঞ্জ আছে। তাদের জয়ে বাংলাদেশ গর্বিত হয়। তিনি বলেন, এবার হিমালয়ের ২০ হাজার ৩০০ ফুট পর্বত ফার্চামো অভিযানে যাচ্ছে বাংলাদেশের চার সদস্যের পর্বতারোহী দল।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পতাকা প্রদান ও সংবাদ সম্মেলনে প্রধান অথিতির বক্তৃতায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। পর্বতারোহীদের এ কাজে আর্থিক সহযোগিতা অর্থাৎ স্পসর যথাযথ থাকা জরুরি। সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গ্রুপ ও শিল্প মালিকদের এ কঠিন কাজটি সম্পন্ন করতে উৎসাহ দেয়া উচিত।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এবার পর্বত ফার্চামো অভিযানে যাচ্ছেন বাংলাদেশের চার সদস্যের পর্বতারোহী দল। সোমবার নেপালের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তারা। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযানের দলনেতা এমএ মুহিত, অভিযাত্রী বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী। মুহিত বলেন, আমরা ২১ দিনের পর্বত অভিযানে যাচ্ছি, সবাই দোয়া করবেন, যাতে পর্বতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকার নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর ওলী। উপস্থিত ছিলেন- অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post