কুলাউড়ায় বিশ্ব মা দিবসের আলোচনা ও ঋণ বিতরন


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়  রোববার বিশ্ব মা দিবসের সমাবেশে ২৬ জন মহিলার মধ্যে আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋনের আওতায় ৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সভায় মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,স্বপ্না রানী আচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক সোমা রানী দাস।

সমাবেশে ২৬ জন মা’কে আত্ম-কর্মসংস্থানের জন্য জনপ্রতি ১৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষুদ্রঋন এবং ৪০ জন প্রশিক্ষনার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকার ভাতার চেক বিতরন করা হয়। ।

Post a Comment

Previous Post Next Post