অনলাইন ডেস্কঃ ইতালিতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড।
বুধবার জাতিসংঘ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
লিবিয়ার কোস্টগার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আটক হওয়াদের মধ্যে আরব এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশ ছাড়াও বাংলাদেশের অভিবাসীরা রয়েছে।
ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলো থেকে মানবপাচারকারীদের সহায়তায় ইতালিতে অবৈধভাবে প্রবেশ করতে লিবিয়ার পশ্চিম উপকূল অভিবাসীদের কাছে বেশ জনপ্রিয়। চলতি মাসে বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলি অভিমুখে অভিযান শুরু করলে পাচারকারীদের তৎপরতায় ভাটা পড়ে। তবে ত্রিপোলির আন্তর্জাতিক স্বীকৃত সরকার তাদের বাধা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার হাফতারের বাহিনী সড়ক পথে সামনে এগুতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে সংঘর্ষ কমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহের সংঘাতে অন্তত ৩৭৬ জন নিহত হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার দুটি এবং বুধবার একটি অভিবাসীবাহী নৌকা আটক করে লিবিয়ার কোস্ট গার্ড। এসব নৌকায় থাকা ১১৩ অভিবাসীকে ত্রিপোলির যুদ্ধক্ষেত্র থেকে দূরে দুটি পশ্চিমাঞ্চলীয় শহরে পাঠানো হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, তাদের ওই দুটি শহরের আটক কেন্দ্রে রাখা হয়েছে।
বুধবার জাতিসংঘ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
লিবিয়ার কোস্টগার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আটক হওয়াদের মধ্যে আরব এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশ ছাড়াও বাংলাদেশের অভিবাসীরা রয়েছে।
ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলো থেকে মানবপাচারকারীদের সহায়তায় ইতালিতে অবৈধভাবে প্রবেশ করতে লিবিয়ার পশ্চিম উপকূল অভিবাসীদের কাছে বেশ জনপ্রিয়। চলতি মাসে বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলি অভিমুখে অভিযান শুরু করলে পাচারকারীদের তৎপরতায় ভাটা পড়ে। তবে ত্রিপোলির আন্তর্জাতিক স্বীকৃত সরকার তাদের বাধা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার হাফতারের বাহিনী সড়ক পথে সামনে এগুতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে সংঘর্ষ কমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহের সংঘাতে অন্তত ৩৭৬ জন নিহত হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার দুটি এবং বুধবার একটি অভিবাসীবাহী নৌকা আটক করে লিবিয়ার কোস্ট গার্ড। এসব নৌকায় থাকা ১১৩ অভিবাসীকে ত্রিপোলির যুদ্ধক্ষেত্র থেকে দূরে দুটি পশ্চিমাঞ্চলীয় শহরে পাঠানো হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, তাদের ওই দুটি শহরের আটক কেন্দ্রে রাখা হয়েছে।