থাইল্যান্ডের বিখ্যাত ‘মায়া বে’ ২০২১ সাল পর্যন্ত বন্ধ

অনলাইন ডেস্কঃ থাইল্যান্ডের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম মায়া সমুদ্রসৈকত। হলিউড-বলিউডের অসংখ্য সিনেমার চিত্রায়ণ হয়েছে এখানে। সৌন্দর্যের টানে এ সৈকতে প্রতিদিন ছুটে আসতেন অন্তত পাঁচ হাজার পর্যটক। তবে প্রকৃতিপ্রেমীদের জন্য দুঃসংবাদই বটে। ২০২১ সাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিখ্যাত এই সমুদ্রসৈকতটি।

পরিবেশ বিপর্যয়ের কারণে গত বছর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ফি ফি লেহ দ্বীপের মায়া সমুদ্রসৈকত। মানুষের চাপে সেখানকার বেশিরভাগ সামুদ্রিক প্রবাল ধ্বংস হয়ে গেছে। পর্যটক নিষিদ্ধ করার পর উপকূলে ফিরতে দেখা গেছে হাঙরদেরও। একারণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

থাই ন্যাশনাল পার্ক ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, মায়া সমুদ্রসৈকত আবার খুলে দেওয়া হলেও পর্যটকের সংখ্যা সীমিত রাখা হবে। এছাড়া, সমুদ্রসৈকতে নৌকার ব্যবহারও বন্ধ করা হবে।

২০০০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘দ্য বিচ’-এর চিত্রায়ণ হয়েছিল এখানেই। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও।

Post a Comment

Previous Post Next Post