একাকিত্ব জীবন কত কষ্টের
- শেখ হেলাল আহমদ
একাকিত্ব জীবন কত কষ্টের
অধরা রয়ে যায় চাওয়া পাওয়া জীবনের
রঙ্গিন স্বপ্ন গুলো আলো আঁধারে ঘুরে বেড়ায় ,
গন্তব্যের শেষ প্রহর এসে কোথায় যে হারায় ।
ঠিপ ঠিপ বৃষ্টি এসে আঙ্গিনায় জড়ো হয় ,
ক্লান্ত হৃদয় তখন নিঃশ্বাস নিতে চায়!
নদীর কিনারায় বসে দেখি ঢেউয়ের খেলা ,
ভবের হাট বাজার ঘুরে ঘুরে দেখি মানুষের মেলা ।
আলো দিয়ে সাজিয়েছেন মধুময় রাত ,
গগনে বাদল তারার মেলা কি দারুন সাজ ।
সেই মধুময় সময়টা হারিয়ে যায় নতুন আলোর আগমনে
শুধু থেকে যায় নীরব একাকিত্ব একান্তে।
