তারাবির সময় লন্ডনের মসজিদে গুলি


অনলাইন ডেস্কঃ পূর্ব লন্ড‌নের বাংলা‌দেশি অধ্যু‌ষিত এলাকা ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস মস‌জি‌দে গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে।

বৃহস্প‌তিবার স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা) দি‌কে এই ঘটনা ঘটে। এসময় মসজিদে তারাবির নামাজ চলছিল। এরপর মসজিদটি বন্ধ করে দেয়া হয়। খবর বিবিসির

লন্ড‌নের মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শে‌র একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোলাগু‌লির ঘটনায় কোনো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। এমনকি ঘটনা‌টির সঙ্গে জ‌ঙ্গি হামলার সম্পৃক্ততা নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মসজিদটির নিরাপত্তায় কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।

ঘটনার পরপরই মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। এলাকাজুড়ে বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

এদি‌কে স্যোশাল মি‌ডিয়াসহ মানুষের মুখে মুখে এই হামলার ঘটনা ছ‌ড়ি‌য়ে পড়‌লে তারাবির নামাজের পর অস্থিরতা শুরু হয় স্থানীয়দের মধ্যে।

ইউকে এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post