দেশে পৌঁছেছে সুবীর নন্দীর মরদেহ

অনলাইন ডেস্কঃ কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রিনরোডের বাসায়। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার বলেন, শহীদ মিনার থেকে বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানে সৎকার পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাজধানীর সবুজবাগের কালিবাড়ির শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী। এর আগে, রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয় তার। হার্টে চারটা ব্লক ছিল। রোববার সকালে চারটা রিং পরানো হয়।

সুবীর নন্দী গেল ১৪ এপ্রিল ঢাকায় ফিরতে ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে পরিবারসহ শ্রীমঙ্গলে আসেন। পরে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকার বিমানবন্দর স্টেশনে নামার পর তাকে নেয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। টানা ১৮ দিন (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গেল ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিঙ্গাপুরে নেয়া হয় সুবীর নন্দীকে।

Post a Comment

Previous Post Next Post