আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার টালিয়াউরা গ্রামের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২মে)দুপুরে টালিয়াউরা গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে রুহান আহমদ (৮) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

রুহান টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহতের চাচা সাবেক ইউপি সদস্য মইনুল ইসলাম মইন বলেন, বিদ্যালয় ছুটির পর রুহান সহপাঠীদের সঙ্গে পাশের বাড়ির আম গাছে আম খেতে যায়। তখন পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় শিশুরা চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post