কুলাউড়ায় বিশেষ অভিযানে চল্লিশ হাজার টাকা অর্থদন্ড


বিশেষ প্রতিনিধিঃ জনদুর্ভোগ লাঘবে ফুটপাত দখলমুক্তকরণ এবং রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে কুলাউড়ার রবিরবাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে । সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ । এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স ।

অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল পণ্য সরবরাহের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । একই সাথে ফুটপাত হতে অস্থায়ী স্থাপনা অপসারণ করে চলাচলের উপযোগী করা হয়। এছাড়া জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে সতর্ক ও সচেষ্ট করা হয়।

জনস্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার মোঃ সাদিউর রহিম জাদিদ ।

Post a Comment

Previous Post Next Post