পবিত্র শবে কদর ১ জুন


নিউজ ডেস্কঃ হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (৭ মে) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। 

এ হিসেবে আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে।

সোমবার (৫ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করেন।

ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাসান আহমেদ, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীনসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। -বাসস

Post a Comment

Previous Post Next Post