মৌলভীবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ “সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর আয়োজনে চালকদের ‘‘দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৫ মে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবি গাড়ী মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মো: আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ড: মিনাক্ষী দেবনাথ, মেডিকেল অফিসার, মৌলভীবাজার। মো: সালেহ উদ্দিন কাজল, ট্রাফিক ইন্সপেক্টর, মৌলভীবাজার। মো: হাফিজুল ইসলাম খান, মোটরযান পরিদর্শক, মৌলভীবাজার। স্বাগত বক্তব্য রাখেন মো: হাবিবুর রহমান, সহকারী পরিচালক, বিআরটিএ মৌলভীবাজার।

Post a Comment

Previous Post Next Post