‘ফণি’ ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রস্তুতি চলছে কমলগঞ্জে


কমলগঞ্জ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলা ও  ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও উপজেলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রলয়ংকরী ফণি মোকাবিলায় শুক্র, শনি ও রোববার সবাইকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post