ফ্রান্সে সন্তানকে স্কুলে নেয়ার সময় মায়েদের হিজাব নিষিদ্ধ


অনলাইন ডেস্কঃ ফ্রান্সে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মায়েদের হিজাব পরা নিষিদ্ধ করতে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। রক্ষণশীল রিপাবলিকান পার্টির উত্থাপিত এই বিলটির পক্ষে ভোট পড়ে ১৮৬ এবং বিপক্ষে পড়ে ১০০ ভোট।

এ সময় ভোটদানে বিরত ছিলেন ১৫৯ সিনেটর। তবে বিলটি পাস হওয়ার জন্য পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অনুমোদন পেতে হবে।

রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা জ্যাকলিন ইস্টারচে-ব্রিনিও এই বিলের সমর্থনে যুক্তি তুলে ধরে বলেন, এই বিল পাসের মাধ্যমে স্কুলে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়নে আইনি ফাঁক পূরণ হবে।

তবে ফ্রান্সের শিক্ষামন্ত্রী জ্যান-মাইকেল ব্লাঙ্কার বলেন, এই বিলটি রাজ্য পরিষদের সিদ্ধান্তের বিপরীতে এবং এটি অভিভাবকদের ক্ষেত্রে তাদের বাচ্চাকে স্কুলে নিয়ে আসার জন্য অনেক সমস্যার সৃষ্টি করবে।

যদিও ব্লাঙ্কার বলেছেন, এই বিলে যারা সমর্থন দিয়েছেন, তাদের তিনি সম্মান করেন।

ব্লাঙ্কার বলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে মায়েরা তাদের সন্তানদের স্কুলে আনা-নেয়ার সময় ধর্মীয় কোনো চিহ্ন বহন না করে।

এদিকে ফ্রান্সের মসজিদ ইউনিয়নের প্রেসিডেন্ট মোহাম্মাদ মোওসাউয়ি এই বিলকে ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধাচরণ বলে মন্তব্য করেছেন।

Post a Comment

Previous Post Next Post