সড়কে মৃত্যু আর জনগনের বন্দনা; কালাম রাসেল


কালাম রাসেলঃ আব্দুস শহিদ, শহিদ চাচা বলেই বেশি পরিচিতি ছিলেন। জ্যান্ত মানুষটা কে লাশ বানিয়ে দিল বাস চালক। শহিদ চাচার বাড়িতে শোকের মাতম আর পলাতক বাস চালক হয়তো ভূনা খিচুড়ি আর ইলিশ ভাজি খাচ্ছে মনের সুখে। খাবেই তো, তার কি আসে যায়, যার হারিয়েছে সেই বুঝে হারানোর যন্ত্রনা কতোটা। 
এখন প্রশ্ন হল দোষ কার? চালক, মৃত ব্যক্তি, বাস মালিকের নাকি প্রশাসনের? থাক ওসব কথা, তর্কে যাবার ইচ্ছা নাই। আজ শহিদ নেই, কাল কে যাবেন আবার বাস ট্রাকের নিচে পিষ্ঠ হতে? আসুন এসব থেকে পরিত্রানের পথ খুঁজি।
কুলাউড়া থেকে ব্রাহ্মন বাজার যেতে কতো সময় লাগার কথা? আর ব্রাহ্মন বাজার থেকে কুলাউড়ায় আসতে কতো সময়? যখন আপনি কুলাউড়া থেকে বাসে করে ব্রাহ্মন বাজার যাবেন, তখন নূন্যতম ২৫ মিনিট সময় লাগবে। কারন রাস্তার কোন যাত্রি বাকি থাকবে না, ১০০ হাতের ব্যবধানে বাস থামিয়ে যাত্রি উঠা নামা করানো হবে। তার ঠিক উলটা টা হল আসার বেলায়। আপনি যখন ব্রাহ্মন বাজার থেকে বাসে কুলাউড়া আসবেন তখন সময় লাগবে সর্ব সাকুল্যে ৪ মিনিট, কারন কি জানেন? নির্ধারিত সময়ের মধ্যে বাস তার স্টপে না আসতে পারলে প্রতি মিনিট ৫০ টাকা বা ১০০ টাকা(আমার জানামতে ৫০ টাকা ছিল) জরিমানা।সুতরাং বাস ভর্তি মানুষের জিবনের চাইতে ঐ প্রতি মিনিট জরিমানার মূল্য অনেক বেশি।

জনগনের বন্দনাঃ
মানুষ মরার পরে আমাদের চেতনা জেগে উঠে। আস্তে আস্তে আবার সব ভুলে যাই, তাই ফলাফল তথইবচ। একটা কথা ভুললে চলবে না, যে চালক সেও মানুষ আর যাত্রি সেও মানুষ। তাই উন্ননের ঢোল পিটা বন্ধ করে আগে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমাদের করনীয়ঃ আপ ভালো তো জগৎ ভালো।যত্রতত্র না দাঁড়িয়ে নির্ধারিত জায়গায় বাসের জন্য অপেক্ষা করতে হবে। সে কারনে পর্যাপ্ত পরিমান যাত্রি ছাউনি নির্মান করতে হবে। লোকাল বাস গুলোর ভাড়া সমন্বয় করে দুই ভাগে ভাগ করতে হবে। (১)বিরতী হীন, গন্তব্যে পৌছার আগে সর্বোচ্চ তিন থেকে চার স্থানে যাত্রি উঠানামা করানো যাবে, তাই এর ভাড়া একটু বেশি থাকবে। (২)বিরতী, এই বাস প্রতি যাত্রি ছাউনি ও বাজার স্টপ থেকে যাত্রি নিবে (অবশ্যই মাঝ রাস্তায় নয়) তাই এর ভাড়া হবে কম। রোটেশনের মাধ্যমে প্রতিটি বাস কে বিরতী এবং বিরতীহীন করতে হবে। প্রতি ৬ মাস অন্তর গাড়ির ফিটনেস চেক করতে হবে প্রশাসন কে। মুড়ির টিন সাদৃশ্য গাড়ি গুলো লাইন থেকে বাদ দিতে হবে। আর গাড়ী চালকদের দক্ষ করে গড়ে তুলে এবং ট্রাফিক আইন মেনে গাড়ী চালাতে হবে।

আজ আব্দুস শহিদ, কালতো আমি বা আপনি। একটু সচেতনতায় বাঁচবে হাজারো প্রান।

- লেখকঃ  কালাম রাসেল
ব্যবসায়ী, কুলাউড়া, মৌলভীবাজার।  
(লেখাটি পাঠকের মতামত কলামে প্রকাশিত, যা পাঠকের একান্ত ব্যাক্তিগত মতামত)

Post a Comment

Previous Post Next Post