হিফজুর রহমান তুহিন: বছরের শুরুতে গ্রাম-বাংলার ঐতিহ্য বিভিন্ন ধরনের মেলার উৎস। দেশের বিভিন্ন জায়গায় নানারকম উৎসব হয়ে থাকে, তেমনি নতুনত্ব ও বৈচিত্রময় সম্ভার নিয়ে আসে চৈত্র মেলা। সামাজিক উন্নয়নের উদ্দেশ্য এ মেলার আয়োজন হয়ে থাকে। মেলাতে যে আনন্দঘন পরিবেশে হয় সমাজিক প্রানের স্পর্শ। সমাজিক মিলনের সেই ধরায় মৌলভীবাজার কমলগঞ্জ পতনউষার ইউনিয়নে "নয়াবাজার শ্রীরাম"১৯তম বারের সফলতায় প্রতি বছরে ন্যায় অনুষ্টিত হলো (১১/১২/) দুই দিন ব্যাপী চৈত্র মেলা, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্টান।
চৈত্রমেলা উদযাপন পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার এর পরিচালনায় ও মেলা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা বিলকিছ বেগম, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, ইউপি সদস্য সায়েক আহমদ, সাবেক প্যানেল চেয়ারম্যান রিপন ইসলাম ময়নুল, বাজারের সাবেক সভাপতি মোঃ জুনেদ আহমদ, মনোয়ার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুল হক পিপুল, মেলা পরিচালনা কমিটির সহ সম্পাদক সালিম আহমদ, জুয়েল আহমদ, শিবির আহমদসহ স্হানীয় সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী বৃন্দ।অনুষ্টানের ১ম পর্ব শেষে অনুষ্টিত হয় সংস্কৃতিক অনুষ্টান ও লাকী কূপন ড্র।বিজয়ীর হাতে পুরষ্কার তোলে দেন মেলা উদযাপন পরিচালনা কমিটি ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।