কমলগঞ্জ প্রতিনিধিঃ ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০১৯ইং পালিত হয়েছে।
নিবার ৬ মার্চ বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোঃ মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ দাস, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা ৩-০ গোলে জয়লাভ করে।