হজ নিবন্ধন ১৮ এপ্রিল পর্যন্ত


অনলাইন ডেস্কঃ সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময় আরও একদফা বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনও খালি আছে। আগে এলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ১০ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল। তবে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে ১৭ এপ্রিলের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখিল করা যাবে।

ইতোমধ্যে আহ্বানকৃত প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে আগ্রহীদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন বা prp-hajj.gov.bd; morahajsection-gmail.com ই-মেইল অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭-এই নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post