অবশেষে ফারুকীর ছবিতে নওয়াজ

বিনোদন ডেস্কঃ বলিউডে সবার মন জয়ের পরে এবার বাংলা সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী।

সিনেমার মূল চরিত্রের পাশাপাশি খলনায়ক, জোকার এমনকি আমাদের সমাজের বিভিন্ন রসালো ও রহস্যময় স্নেহকাতর অভিনয়-দক্ষতা দেখিয়ে দিনে দিনে সিনেমা নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ ও চোখের মণি হয়ে উঠেছেন নওয়াজ। সেই ধারাবাহিকতায় এবার মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘নো ম্যান্স ল্যান্ড’ নামক এই ছবিটিকে ফুটিয়ে তোলার জন্য ও দর্শকদের মন জয় করার উপাত্ত হিসেবে ফারুকী বেছে নিলেন নওয়াজকে। সিনেমাটির বেশির ভাগ শুটিং করা হবে নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া ও ভারতের মাটিতে।

এই প্রথম ইংরেজি ভাষার কোনো সিনেমায় অভিনয় করছেন নওয়াজ, তিনি মনে করেন চলচিত্রটিতে অভিনয়ের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে নিজেকে তুলে ধরার নিপুণ সুযোগ এটি। এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীও এই প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। গত বছর কান চলচ্চিত্র উত্সবে নওয়াজের সাথে পরিচয় হয় ফারুকীর, ঠিক তখনই নওয়াজকে নিয়ে কাজ করার প্রস্তাব দেন ফারুকী। নওয়াজ সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন। তাই সব অবসান ঘটিয়ে খুব শীঘ্রই সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post