সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন


অনলাইন ডেস্কঃ ভারী অস্ত্রসহ সেন্ট মার্টিন দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী প্রবাল দ্বীপটিতে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বদক্ষিণের ভূখণ্ড সেন্ট মার্টিনের নিরাপত্তায় ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন ছিল। এর প্রায় ২২ বছর পর ফের সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলো।

উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের পাশাপাশি এখন মিয়ানমার সীমান্তবর্তী সেন্ট মার্টিনে দায়িত্ব পালনে থাকবে বিজিবি।

Post a Comment

Previous Post Next Post