ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায়


অনলাইন ডেস্কঃ এশিয়া-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এ সফরকালে তিনি উচ্চ শিক্ষা, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেবেন।

মার্ক ফিল্ড ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিষয়ে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা করবেন তিনি।

এছাড়া আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে তিনি ক্রিকেট দলের সঙ্গেও বৈঠক করবেন।

Post a Comment

Previous Post Next Post