শ্রীমঙ্গলে ৩ দিনে দুটি বিশাক্ত সাপ উদ্ধার


বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গল ইছবপুর গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রবিবার ১৪ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রাম থেকে বিকেল সাড়ে ৫ টার সময় অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সজল দেব জানান,খবর পেয়ে  ইছবপুর গ্রামের শহিদ মুক্তিযোদ্ধা আশুতোষ রোডের জিতেন্দ্র দেব এর বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা হয়। সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটি ধরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

১২ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে একটি বিষধর শঙ্খনি সাপটি উদ্ধার করা হয়। সাপটি পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বাড়িতে একটি বসত ঘরে ঢুকে পড়ে। আতংকিত লোকজন সাপটিকে না মেরে পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে আমরা গিয়ে সেটি উদ্ধার করি। বর্তমানে সাপটি সুস্থ আছে। সজল দেব জানান, বন উজাড় এর কারণে প্রতিনিয়ত বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। সুবিধাজনক সময়ে সাপ দুটি অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post