ব্রুনেই সুলতানের নৈশভোজে শেখ হাসিনা


অনলাইন ডেস্কঃ ব্রুনেই এর সুলতান হাসানাল বলকিয়ার দেয়া নৈশ ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ এপ্রিল) রাতে সুলতানের বাসভবন ইস্তানা নুরুল ইমানের রয়্যাল বাঙ্কোয়েট হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

নৈশভোজে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ৯০ এর দশকের শুরুর দিকে নিজের ব্রুনেই সফরের কথা উল্লেখ করেন। সে সময় তাঁর ছোট বোন শেখ রেহানার ব্রুনেই থাকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নৈশভোজে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের জামে আসর মসজিদ পরিদর্শনে যান এবং সেখানে আসরের নামাজ আদায় করেন। এসময় দেশবাসীর কল্যাণ ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া করেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ব্রুনেইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

মঙ্গলবার বিকেল ৫টায় ব্রুনেই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post