রাউৎগাও চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিবাহ প্রতিরোধ

আশরাফুল ইসলাম জুয়েল: কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালের হস্তক্ষেপে পালিয়ে যাওয়া অপাপ্ত বয়সী তরুন নর্তন গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে   মুকিদ আহমদ (১৯) ও কানাইটিলা গ্রামের আব্দুল কাইয়ুমের তৃতীয় মেয়ে সুমনা আক্তার (২২) তারা দুজন গত ১২ তারিখ বাড়ি থেকে পালিয়ে যায়। তার পর মুকিদের জন্ম নিবন্ধন এর  কার্ড না থাকায় ইউনিয়ন পরিষদে আসলে সেখানে বিষয়টি জানাজানি হয় এবং চেয়ারম্যান তাদের আটক করে দুই পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবার এর সদস্য আসেন। পৃথিমপাশা ইউপি সদস্য সোহেল মিয়া, বি আর ডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, ইউওই সদস্য আবদুল মুক্তাদির মনু, আনু মিয়া, তালেব আলীসহ সিদ্ধান্ত নেওয়া হয় ছেলের বয়স না হওয়া পর্যন্ত তারা যার যার বাড়িতে থাকবে, ছেলে প্রাপ্ত বয়স্ক হলে ২ লক্ষ টাকা দেনমোহর দিয়ে মেয়েটিকে বিবাহ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post