লাউয়াছড়া থেকে নবজাতক উদ্ধার


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে একদিনের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাউয়াছড়ার বন প্রহরী ঋষি বড়ুয়া ও মোঃ ইব্রাহিম জানান, তারা বুধবার ২৪ এপ্রিল ভোরে টহলের সময় লাউয়াছড়া বনের ভেতর একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। কান্নার শব্দের কাছাকাছি গেলে দেখতে পান পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বস্তুর ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছে। কাছে গিয়ে দেখতে পান সদ্য ভূমিষ্ট এক কন্য শিশু। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ মুনির জানান, শিশুটি ঝুঁকি মুক্ত  রয়েছে। তবে জন্মের পর যে সকল সেবা প্রয়োজন তা সে পায়নি। তারা এই সেবাগুলো দিচ্ছেন।

এ বিষয়ে এস আই সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিৎসা শেষে শিশুটিকে  আদালতে হস্তান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post