স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফি আহমদ সলমানের সাথে শুভেচ্ছা
বিনিময় করেছে কুলাউড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারীদের সংগঠন
সিএইচসিপি এসোসিয়েশন।
৪
এপ্রিল বৃহঃষ্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান সফি আহমদ সলমানকে ফুলেল শুভেচ্ছা জানায় সিএইচসিপি এসোসিয়েশন ।
এসময় উপস্থিত ছিলেন সিএইচসিপি এসোসিয়েশন কেন্দীয় কমিটির প্রতিষ্ঠাতা
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম উসমানী, সিলেট বিভাগীয় এসোসিয়েশনের
প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এ কে এম জাবের, মৌলভীবাজার জেলার সাধারণ
সম্পাদক আব্দুল মোহিত, উপজেলা সভাপতি শেখ মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক
আবুল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিএইচসিপি আমিনুল ইসলাম সুমন,
তাহমিনা ওয়াহিদ, আবুল হাসনাত রাহাত, জান্নাত জামান, সামছুন বেগম, রিয়াজ
উদ্দিন, নন্দ হারি পাল, রাজিব কৈরি, আঞ্জন দে, রেবা বেগম প্রমুখ।